
আমি ব্লগিং এ নতুন । আনলিমিটেড ব্যন্ডউইথ সহ একটা ডোমেইন নিয়েছি বাংলাদেশী একটি প্রতিষ্ঠান থেকে । ধরুন আপনি একটা ব্লগ করলেন // আপনার সাইটের নাম ধরুন EXAMPLE . COM / আপনার ব্লগটা আপনার অবিরত খাটুনিতে জনপ্রিয় হয়ে গেলো । অবশেষে আপনি সোনার হরিনের দেখা পেলেন । অর্থাৎ অ্যাডসেন্স / লোকাল অ্যাড ব্যবহার করে মাসে মোটামুটি ২০থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে থাকলেন // এমন সময় দেখা গেলো আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনার সাইট EXAMPLE . COM কিনেছিলেন সেই প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে চলে গেলো ।।
তখন কি ঘটবে ?
১) আপনার সাইট সাথে সাথে বন্ধ হয়ে যাবে ? অর্থাৎ ইন্টারনেট থেকে আপনার সাইট অদৃশ্য হয়ে যাবে ?
২) যদি আপনার সাইটকে ইন্টারনেটে সার্চ করে তখন আর না পাওয়া যায় তবে কি করবেন ৴৴ কিভাবে সাথে সাথে // ০১ থেকে ০২ দিনের ভিতর সাইটটিকে সচল একটি সার্ভার বা কোম্পানীতে ট্রান্সফার করে অনলাইনে দৃশ্যমান করবেন ৴৴
কোন উপায় কি আছে \\ নাকি তখন ওই নামের ডোমেইন আর পাওয়া যাবেনা \\ ফলে পুরাতন সাইট EXAMPLE . COM বাদ দিয়ে নতুন নামে ডোমেইন কিনে সবকিছু নতুন করে শুরু করতে হবে ৴৴
আমি চাই ব্লগিং আজীবনের জন্য চালিয়ে যেতে ।। অর্থাৎ আমি চাই একটা ওয়েব সাইট কথার কথা TECHTUNES.COM.BD বানালাম এবং এই সাইটটি আরো ৫০ বছর চালাবো । । এখন এই ৫০ বছরের ভিতর যদি এর হোস্টিং কোম্পানী ৫০ বার কোম্পানী বন্ধ করে চলে যায় তবে এক মূহুর্তের জন্য এটি অনলাইনের দুনিয়া থেকে হারাবেনা এরকম কোন ব্যবস্থা আছে কি ।।
ভিপিএস হোস্টিং //শেয়ারড হোস্টিং \\ ডেডিকেটেড সার্ভার যেটাতেই থাকুক আমার সাইট সে অনুযায়ী সমাধান দেবেন অভিজ্ঞ টেকি ভাইয়েরা প্লিজ , প্লিজ , প্লিজ , হেল্প মি
আমার এ পোষ্টটি হয়তো মূর্খ বা পাগলের মত হয়ে গেলো ।। এ পর্যন্ত টেকটিউনস বা নেটে সার্চ করে এ প্রশ্নের কোন সদুত্তর পাইনি যে কিভাবে একটা ব্লগ লাইফ গ্যারান্টি হিসেবে চালাবো ।। আমি চাকুরিজীবি ।। চাকুরীতে মধ্যবিত্তের চলবার ভালো বেতন থাকা সত্তেও আমি চাই আমার বিকাল এর পরের সময়টুকু অনলাইনের ঝলমলে দুনিয়ায় ব্লগের প্রতিষ্ঠাতা হিসেবে থাকতে ।। বর্তমানে ওডেস্ক এ টুকটাক এসইও এর কাজ করছি \ তবে ওডেস্ক এর এসইও আস্তে আস্তে বাদ দিয়ে পুরোদস্তুর টেকটিউনস বা সামহোয়ার ইন ব্লগ এর মত কোন ব্লগের প্রতিষ্ঠাতা হতে ।। এর জন্য যদি ০৫ বছর ফাউ শুধু হোস্টিং ফি দিতে হয় তবুও রাজি ।। কারন ব্লগিং সম্পূর্ন স্বাধীন ।। কিন্তু ওডেস্ক ছেড়ে ব্লগিং এ সম্পূর্ন রূপে মনোনিবেশ করতে পারছিনা এ কারনে যে ব্লগিং এর গ্যারান্টি কোথায় ।। হোস্টিং কোম্পানি যদি বিনা নোটিশে পালিয়ে যায় তখন কি হবে ।। তখনকি আমাকে অন্য নামে নতুন ডোমেইন কিনে নতুন করে শুরু করতে হবে ।। আমার তৈরিকৃত TECHTUNES.COM.BD নামের ব্লগটা কি হোস্টিং কোম্পানি পালানোর সাথে সাথে অনলাইনে আবার সেই একই নামে দাড় করাতে পারবো ।। নাকি আমার TECHTUNES.COM.BD নামের সাইট বাতিল করে নতুন করে অন্য কোন নামে ডোমেইন কিনতে হবে ।।
কোন উপায় থাকলে বলুন ।। আমাকে টিজ করে লজ্জা দেবেননা ভাইয়েরা ।। হেল্প করুন ।। হয়তো আমার এ প্রশ্নের সঠিক উত্তর অনেক আগ্রহী ব্লগারদের প্রশ্নও হতে পারে ।। অভিজ্ঞ টিউনাররা কমেন্টে আমাদের কে উত্তর দিন । ধন্যবাদ
বিঃ দ্রঃ TECHTUNES.COM.BD নামটা এখানে উত্তরদাতাদের বোঝবার সুবিধার্থ ব্যবহার করেছি । এজন্য টেকটিউন্স এর অ্যাডমিনের কাছে আমি আন্তরিভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী ।
0 comments:
Post a Comment