Tuesday, March 31, 2015

ফেসবুক মার্কেটিং করে আয় করুন। এফিলিয়েট মার্কেটিং এর জন্য খুবই গুরত্বপূর্ণ।

আমরা ইন্টারনেট থেকে আয় করার উপায় খুজার জ্ন্য গুগল মামার সাহায্য নেই।কিভাবে আয় করা যায় ইত্যাদি ধরনের কিওয়ার্ড দিয়ে।
গুগল মামা হাজার হাজার ওয়েব সাইট আপনার সামনে হাজির করে। যেটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব। আসলে সব কিছুই সম্ভব যদি আপনি সঠিক গাইড পান।অনলাইন থেকে আয় করার অনেকগুলো পন্থা আছে আজ আমি আপনাদের সাথে ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব। ফেসবুক মার্কেটিং সম্পর্কে যেটা বলব যদি আপনি ফল করতে পারেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন।

আপনি কিভাবে আয় করতে পারেন
আপনি যদি কোন মার্কেট প্লেস ছাড়া আয় করতে চান? তাহলে আপনার একটা ওয়েব সাইট থাকতে হবে। ওই ওয়েব সাইটে ভালমানের আর্টিকেল পোষ্ট, ট্রাফিক সোর্স ইত্যাদি অনেক ধরনের শর্ত থাকতে হবে যদি আপনি ইনকাম করতে চান।যদি আপনার কোন ওয়েবসাইট না থাকে এবং আপনি এফিলিয়েট পন্য বিক্রয় করেও আয় করতে পারেন। আর এ জন্য ফেসবুক হচ্ছে আপনার কাস্টমার পাওয়ার সবচেয়ে ভাল মাধ্যম।
কিভাবে কাজ করবেন
১। আপনি একটি ফেসবুক একাউন্ট খুলুন।
২। ফ্রেন্ড তৈরী করুন।
৩। পেজ তৈরী করুন।
৪। গ্রুপ তৈরী করুন এবং আপনার প্রডাক্ট রিলেটেড গ্রুফে জয়েন্ট করুন।
এগুলো করে আপনার লাভ কি?
ধরুন আপনার একটি ফেসবুক একাউন্ট আছে। সেখানে ৫০০০ হাজার ফ্রেন্ড আছে। এখন আপনি একটি পেজ তৈরী করলেন। আপনার পেজটায় ৫০ হাজার লাইক বাড়ান। এখন যদি আপনার কোন প্রডাক্ট এর লিংক এখানে শেয়ার করেন তাহলে দেখবেন খুব সহজে আপনার কাস্টমারের হাতে প্রডাক্ট ইনফরমেশন চলে যাবে। আর প্রডাক্ট সেল মানে আপনার ইনকাম শুরু হয়ে গেল। আপনি যদি ফেসবুক মার্কেট ভালভাবে শিখতে পারেন। তাহলে বাংলাদেশী যে কোন কোম্পানীর প্রডাক্ট সেল করে ইনকাম করতে পারেন। এখন বাংলাদেশেও অনেক এফিলিয়েট কোম্পানি গড়ে উঠছে। আপনিও হউন একজন অনলাইন মার্কেটার।
ফেসবুক কেস স্টাডি ২টা ফ্রি ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
তারপর যদি মনে করুন আপনার এডভান্স কিছু শেখার প্রয়োজন তাহলে আমাদের ভিডিও গুলো কিনতে পারেন। অর্ডার করার সময় ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার ওই বক্সে  sahabul লিখুন ।

0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।