Monday, May 27, 2013
এবার গুগল সার্চ করেন মুখের কথায় না দেখলে মিস
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আমি যেটা নিয়ে পোস্ট করব সেটা সম্বন্ধে জানতে পারেন আগে থেকে অনেকেই। যারা জানেন না এটি শুধু তাদের জন্য। যাই হোক, কথা আর বেশি না বাড়িয়ে পোস্টটি শুরু করছি।
প্রথমে http://www.google.com/ -এ যান। আর যাদের http://www.google.com.bd/ সেট করা আছে তার Language English সিলেক্ট করে নিন। বাংলা সিলেক্ট করলে এই অপশন আসবে না। (English সিলেক্ট করতে Search Box-এর একটু নিচে English-এ ক্লিক করুন)
লাল রঙ চিহ্নিত জায়গায় দেখুন Search by voice নামে একটি অপশন আছে। এতে ক্লিক করুন।
এরকম একটি পেজ আসবে। এখানে উপরের Allow-তে ক্লিক করুন।
তারপর Speak Now অর্থাৎ আপনি যা সার্চ করতে চান, তা বলুন। মনে রাখবেন, খুব পরিষ্কার ও একটু জোরাল গলায় বলতে হবে। নাহলে আপনি যা বলবেন তা না এসে অন্যকিছু চলে আসবে। উদাহরণস্বরূপ উপরের চিত্রে দেখুন আমি Hello বলেছি এবং গুগল তা বুঝতে পেরেছে।
ব্যাস দেখুন গুগলে Hello শব্দটি সার্চ হয়েছে আর আমি সফলভাবে মুখের কথায় গুগল সার্চ করলাম!!!
পোস্টটা লিখলাম কষ্ট করে, ভাল লেগেছে তা আপনাদের কাছে কিনা তা জানি না। ভাল লাগুক আর নাই লাগুক কমেন্টে একটু আওয়াজ দিয়েন! আওয়াজ দিলে উৎসাহ পাই!
Posted By:
Bogra News 24/ Tune News 24
On 8:11 PM
In
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment