Friday, May 24, 2013
একজন হ্যাকারের যা অবশ্যই জানা প্রয়োজন।
আপনি কখনোই Programming এবং Scripting এর জ্ঞান ছাড়া ভাল হ্যাকার হতে পারবেননা। Programming এবং Scripting এর জ্ঞান ছাড়া হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে হ্যাক করা আর কপি পেস্ট করার মধ্যে কোন পার্থক্য নেই।
প্রত্যেকটি হ্যাকিং সফটওয়্যার এর সীমাবদ্ধটা আছে। তাই ভাল হ্যাকার হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। মনে রাখবেন যিনি হ্যাকিং সফটওয়্যার বানিয়েছে তিনিও মানুষ আপনিও মানুষ।
ফেসবুক, গুগল, ইয়াহু বা অন্য কোন বড় ওয়েবসাইটের কোন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সরাসরি কোন সফটওয়্যার নেই। ইন্টারনেটে ফেসবুক, গুগল, ইয়াহু বা অন্য কোন বড় ওয়েবসাইটের অ্যাকাউন্ট হ্যাক করার অনেক সফটওয়্যার পাওয়া যায়। এগুলো সব ফেক এবং সফটওয়্যারটি Trojan বা Keylogger.
কখনোই Keylogger ব্যবহার করবেন না। হ্যাকাররা কখনোই বোকা হয় না। তাই যিনি Keylogger বানিয়েছেন তিনি Keylogger টি সেভাবেই বানিয়েছেন। আপনি Keylogger ব্যবহার করে অন্যকে হ্যাক করার আগে আপনি নিজেই যে কখন হ্যাকিং এর শিকার হবেন তা আপনি নিজেই জানবেন না।
Posted By:
Bogra News 24/ Tune News 24
On 10:03 AM
In
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment