Tuesday, March 31, 2015

সহজে আয়ের সাইট বা ক্লিক করে আয়ের জন্য “Paidverts”

ইন্টারনেটে আয় বলতে দুটি পদ্ধতি জনপ্রিয়। একটি ফ্রিল্যান্সিং, ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি। অপরটি ক্লিক করে আয় বা পিটিসি।
প্রথমটির সমস্যা হচ্ছে কাজ পাওয়ার জন্য সারা বিশ্বের অভিজ্ঞ ব্যক্তিদের সাথে প্রতিযোগিতা করতে হয়। শুরুতে বিষয়টি অনেকের কাছে একদিকে বিরক্তিকর অন্যদিকে কঠিন মনে হয়। বিশেষ একটি বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে তুলে না ধরা পর্যন্ত কাজ পাওয়া যায় না। ওপর দিকে দ্বিতীয়টির সমস্যা হচ্ছে আসল পিটিসি সাইট চিনে নেওয়া।
পিটিসি এর নাম শুনলে আমরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষ, ৫০০ হাত দূরে থাকি। দূরে থাকাটাই স্বাভাবিক। কারন পিটিসি সাইট এর মধ্যে ৮০ থেকে ৮৫ভাগ Scam । কিন্তু এদের মধ্যে কিছু সাইট আছে যেখানে কোন বিনিয়োগ না করে মাসে $10 থেকে $১৫ ডলার আয় করা যায়।
Dolencer/skylencer এর কারনে বাংলাদেশ এর সবাই মনে করে পিটিসি সাইট মানেই ধোঁকা বাজি। কিন্ত না, শুধু ধৈর্য ধরে আসল সাইট চিনতে পারলে মাসে ১০০০ হাজার থেকে শুরু করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় এমনকি এরও বেশি। কিন্তু সমস্যা হল আসল সাইট চিনা। কারন প্রতিদিন নতুন নতুন সাইট অনলাইন এ আসে। এক থেকে বার মাসের মধ্যে Scam করে চলে যায়। সুতারাং নতুন সকল সাইট scam ধরে নিয়ে নতুন কোন সাইট এ কাজ করবেন না। যে সব সাইটের বয়স কমপক্ষে ৩ বছর, শুধু সেই সব সাইট হল আসল সাইট। কারন যারা ৩ বছর যাবত কোন প্রকার ঝামেলা ছাড়া payment দিয়ে যাচ্ছে তারা scam হতে পারে না, আমার দৃষ্টিতে। বেশির ভাগ লোক Google search করে পিটিসি সাইট বের করে কাজ করে। এক মাস পরে যখন সাইট scam করে তখন বলা শুরু করে সব পিটিসি সাইট ভুয়া।
যারা ক্লিক করে আয় বা এধরনের সহজে আয়ের খোজ করেন থাকেন, তাদের জন্য পিটিসি সাইটগুলির মধ্যে একটি নির্ভরযোগ্য সাইট "PaidVerts"। অন্যান্য পিটিসি সাইটের মত এখানেও বিনামুল্যের সদস্য হয়ে আয় করা যায়, টাকা দিয়ে সদস্য হয়ে আয় আরো বাড়ানো যায়। সেইসাথে রেফারেল ক্লিক ইত্যাদির মাধ্যমে আরো বেশি আয় করা যায়। এখানে কাজ একটু ভিন্ন ধরনের তবে সহজ।
পেমেন্ট সিস্টেমঃ এটি my traffic-value এর একটি শাখা আর my traffic-value ৩ বছর যাবত অনলাইনে পে করে আসছে একমাত্র এই সাইটের রয়েছে সর্বোচ্চ পেমেন্ট সিস্টেম।যেমনঃ paypal,payza,egopay,STP,western union money transfer and Bankwire (অন্য কোন সাইট এতগুলো পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে না)। ১০০% পিওর ও ট্রাস্টেড এবং সকলকে পে করে থাকে।
ক্লিক করে আয়ের অনেক সমালোচনাই গ্রহনযোগ্য, কিন্তু কোন দেশে যখন বিপুল সংখ্যক মানুষের কাজের সুযোগ নেই, তাদের কাছে ১০ ডলারও অনেক টাকা। সেটা করতে সমস্যা কোথায়। আরেকটি বিষয় PaidVerts থেকে আমার পেমেন্ট প্রুব দেখেন।

0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।