Tuesday, March 31, 2015

ক্লিকব্যাংক দিয়ে বাংলাদেশ থেকে ১০ ডলার বা আরো বেশি উপার্যন করুন

যারা অনলাইনে আয় করতে চান তাদের কাছে ক্লিকব্যাংক একটি পরিচিত নাম। মুলত ক্লিকব্যাংক একটি এফিলিয়েট নেটওয়ার্ক। সেখানে সদস্য হয়ে বিভিন্ন পন্য নিজের সাইটে রাখতে পারেন এবং বিক্রি হলে কমিশন পেতে পারেন। ‌আর যদি আপনার নিজের কোন সাইট বা ব্লগ না থাকে তহলেও আপিন ক্লিকব্যাংক থেকে টাকা আয় করেত পারেন। ক্লিকব্যাংক সম্পর্কে বলার আগে জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ থেকে এর সদস্য হওয়া যায় না।
 
 
তাহলে ক্লিকব্যাংক সম্পর্কে লেখা হচ্ছে কেন ?
আপাতত ব্যবহারের সুযোগ না পেলেও যারা অনলাইনে আয় করতে চান তাদের প্রত্যেকেরই বিষয়টি জানা উচিত। হয়ত কিছুখনের মধে আপনিউ এইট ব্যবহারের সুযোগ পেতেও পারেন। ClickBank
 
কেন করবেন ক্লিকব্যাংকে একাউন্ট ?
  • ক্লিকব্যাংক ব্যাবহারের জন্য তাদের সাইটে গিয়ে একটি ফরম পুরন করতে হয়।
  • কাজটি খুব সহজ, শুধুমাত্র মুল ঠিকানা এবং যোগাযোগের তথ্য দিতে হয়।
  • এফিলিয়েশনের জগতে এটা অন্যদের থেকে বড় ধরনের পার্থক্য।
  • অনেক যায়গায় আবেদনের পর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়।
  • নানা ধরনের শর্ত পুরন করতে হয়।
  • সেতুলনায় ক্লিকব্যাংকের সদস্য হওয়া একেবারেই সহজ।

ক্লিকব্যাংকে কত টাকা উপার্যন করা যায় ?

  • আপনি যদি চান তাহলে ১০,২০,৩০,৪০,.........৩০০+ ডলার উপার্যন করতে পারেন।
  • তাদের কমিশনের পরিমানও যথেষ্ট বেশি। অনেক ক্ষেত্রেই ৫০% এর বেশি।
  •  যারা অনলাইনে ব্যবসা করতে চান তাদের জন্য ক্লিকব্যাংক একটি সহজ এবং শক্তিশালী ব্যবস্থা।
কিভাএব ক্লিকব্যাংকে টাকা পাবেন ?
  • তারা টাকা দেয় প্রতি দুসপ্তাহে একবার।
  • টাকা উঠানোর শর্তও খুব সহজ, ১০ ডলার জমা হলেই টাকা পাওয়া যায়।
  • এর অর্থ দিনে ১০ ডলার আয় হলেই টাকা উঠানোর জন্য অপেক্ষা করতে হয় না।
  • আপিন আপনার payoneer + paypal দিয়ে টাকা আপনার হাতে আনেত পারেন।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------

যিদ আপনাদের ভাল লাগে তাহলে আমার ফেসবুক বা ব্লগে ঘুরে আসতে পারেন

0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।