নমস্কার বন্ধরা, আশা করি সকলে ভালোই আছেন। অনেক দিন পর উইন্ডোজ ফোনের বড় একটি সমস্য়ার সমাধান নিয়ে এই টিউনটি করলাম।
উইন্ডোজ
ফোন ধারকদের একটি বড় সমস্য়া হল যে তারা স্টোর থেকে ১০০MBর উপর কোন
অ্য়াপ্স সেলুলার ডেটা দিয়ে ডাউনলোড করতে পারেন না, কারন তার জন্য় Wi-Fi
অবশ্য়ই দরকার, কিন্তু যাদের কাছে Wi-Fi connectionই নেই তারা কী করবেন? তবে
আর সমস্য়া নেই, যত বড়ই অ্য়াপ্স হোক না কেন খুব সহযেই ডাউনলোড করে নিতে
পারবেন আপনার সেলুলার ডেটা দিয়ে। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে......
১. UC browser ডাউনলোড করুন যদি না থাকে।
২. UC browser ওপেন করে ব্রাউজারের স্পীড মোড অন করুন।
৩. Windowsphone.com সাইটটি খুলুন এবং পছন্দের অ্য়াপ্সটি বেছে নিয়ে অ্য়াপ্সটিতে ক্লিক করুন।
৪. যে পেজটি খুলল সেখান থেকে download and install manually তে ক্লিক করে ডাউনলোডে বসিয়ে দিন।
৫. ডাউনলোড সম্পূর্ন হলে ফাইলটিকে export to sd cardএ সেলেক্ট করুন।
৬. ফোনটি বন্ধ করে চালু করুন।
৭. ফোনের সেলুলার ডেটা অন করে স্টোরে প্রবেশ করুন।
৮. Install local app এ ক্লিক করুন, এখানে আপনি আপনার ডাউনলোড করা অ্য়াপ্সটি দেখতে পাবেন।
৯. অ্য়াপ্সটি সেলেক্ট করে ইনস্টল করুন।
১০. ইন্সটল হওয়ার পর অ্য়াপ্সটির মজা নিন।
এইভাবে
আপনি বড় সাইজের অ্য়াপ্স ডাউনলোড করতে পারবেন Wi-Fi ছাড়াই। আমি এটা করে
দেখেছি asphalt airborne ৮ গেম ডাউনলোড করে এবং সফলও হয়েছি। চাইলে আপনি
১,২mbর ফাইল ডাউনলোড করেও পরীক্ষা করে দেখতে পারেন।
তবে আজ এই পর্যন্তই, আশাকরি আপনাদের ভালো লাগবে। মন্তব্য় করে জানাবেন কেমন লাগল। ধন্য়বাদ।
Tuesday, March 31, 2015
উইন্ডোজ ফোনে ১০০mbর উপর ফাইল ডাউনলোডে আর সমস্য়া হবে না ।
Posted By:
Bogra News 24/ Tune News 24
On 2:36 PM
In
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment