Friday, May 24, 2013

জিমেইল ব্যবহার করে এখন থেকে অর্থ লেনদেন করা যাবে !


গুগল ওয়ালেটের কথা মোটামুটি আমরা সবাই জানিএটি হচ্ছে লেনদেনের জন্য ব্যবহৃত গুগলের একটি সেবাএর মাধ্যমে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা তাদের যেকোনো লেনদেনের জন্য বিল পরিশোধ করতে পারে
গুগল ওয়ালেট এখন পর্যন্ত অতোটা জনপ্রিয় না হলেও, গুগল এর উন্নতি সাধনের জন্য কাজ করে যাচ্ছেগত বুধবার (১৫ মে ২০১৩)থেকে শুরু হওয়া গুগলের আই/ও সম্মেলন থেকে আমরা নতুন নতুন পণ্যের ঘোষণা আশা করছিলামতারই অংশ হিসেবে গুগল তাদের জিমেইল সেবায় অর্থ প্রেরণের সুবিধাটি চালু করে, অর্থাৎ এখন থেকে জিমেইল থেকে প্রেরক তার প্রাপককে খুব সহজে অর্থ পাঠাতে পারবে
গুগলের জিমেইলে এই সুবিধাটির জন্য অ্যাটাচমেন্ট হিসেবে একটি ডলার সাইন যুক্ত করা হয়েছে, যেটি ক্লিক করে আপনি আপনার প্রাপককে অর্থ পাঠাতে পারবেনডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে এই সেবাটি ব্যবহার করা যাবেআর এই প্রতিটি লেনদেনের জন্য ফি হিসেবে ২.৯ শতাংশ ব্যয় করতে হবে এবং সর্বনিম্ন .৩০ ডলার ফি দিতে হবে
গুগল ওয়ালেটের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকায়, এটি ব্যবহারকারীদের ক্ষেত্রে ভালোই আলোড়ন তুলবে বলে আশা করা হচ্ছে
উল্লেখ্য গুগলের এই গুগল ওয়ালেট সেবাটি ২০১১ সালে তার যাত্রা শুরু করেছিল
নিচের ভিডিওটির মাধ্যমে কিভাবে জিমেইলের মাধ্যমে অর্থ প্রেরণ করা যাবে তা তুলে ধরা হয়েছে
ভিডিওঃ  http://www.youtube.com/watch?v=JA8m0JOoNYQ&feature=player_embedded
ইন্টারনেট থেকে সংগৃহীত


0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।