Friday, May 24, 2013

ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে


আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে ভালই আছেনআজ আপনাদের দেখাবো ছবির মধ্যে লেখা কিভাবে কপি করবেন?
এমন অনেক ছবি আছে যার মধ্যে অনেক গুরত্তপূর্ণ লেখা থাকেআমাদের এই লেখা গুলো অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এবং কপি করতে হয়কিন্তু সাধারন ভাবে আমরা এই লেখা গুলো কে কপি করতে পারি না
 

ইচ্ছে করলে আপনি এই লেখা গুলো কে সহজেই কপি করতে পারবেনএজন্য আপনাকে বেশি কিছুর প্রয়োজন হবে নাশুধু মাত্র  Microsoft Office OneNote হলেই চলবে
প্রথমে Microsoft Office OneNote রান করুন
তারপর ইমেজ টাকে কপি করুন (any format whether jpg, bmp, png  etc) এবং পেস্ট করুন Microsoft Office OneNote মনে রাখবেন “open with” করতে যাবেন নাতাহলে আপনাকে error দেখাবে



এখন যে লেখা গুলো কপি করবেন টা সিলেক্ট করুন তারপর রাইট ক্লিক করে Copy Text From Pictureক্লিক করলেই আপনি অনায়াসে লেখাগুলোকে কপি করে যে কোন Word Document এ পেস্ট করে নিতে পারবেন
আপনি যদি  formatting of the pasted content সম্বন্ধে চিন্তিত হন তাহলে paste option Keep Source formattingসিলেক্ট করে নিন
আজ এ পর্যন্তইভুল হলে মাফ করবেন
আমার নিজেরও একটি ব্লগ আছে ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন  পিসি বাংলাদেশ
ফেসবুক এ আমার পেজ পিসি বাংলাদেশ ও গ্রুপ   পিসি বাংলাদেশ





0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।