Tuesday, March 31, 2015

অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন , ক্লিক২সেল মার্কেটপ্লেস থেকে

আসসালামু আলায়কুম , কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন । 

আমি আজ যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি , সেই বিষয়টা আমরা টেকটিউন্সের অনেক পাঠক ই জানি বা করি বা করতে চাই । অ্যাফিলিয়েট মার্কেটিং , বর্তমানে ট্রেন্ডিং অনলাইন ইনকাম সোর্স । খুব সম্ভামনাময় একটি মার্কেট সেক্টর , তাদের জন্য যারা ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং করেন ।
আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংজ্ঞা দিব না , এটা কি বা এটা দিয়ে কি করে আপনি সেটা গুগল করে বা টেকটিউন্সের অভিজ্ঞ টিউনারদের পোস্ট দেখতে পারেন । আমি আজ আলোচনা করব একটি অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস নিয়ে , যে মারকেটপ্লেস থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন ।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জনের অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে , যার মধ্যে কিছু স্পাম আছে এবং কিছু ভালো আছে । স্পাম অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস গুলো আপনাকে আপনার উপার্জনের অর্থ কখনোই দিবে না , বরং আপনার একাউন্ট ব্লক করে দিবে , আপনাকে ব্যান করে দিবে বিভিন্ন অজুহাতে । তাই খুব সতর্ক ভাবে , সঠিক ভাবে আপনাকে ভালো একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস খুজে নিতে হবে । 
আবার ভালো এবং টপ মার্কেট প্লেস এ কাজ করতে গেলে আপনি নানা সমস্যার মুখোমুখি হবেন । যেমন , একাউন্ট খুললেও এপ্রুভ না করা , নিজের ব্যক্তিগত ওয়েবসাইট বা ল্যান্ডিংপেজ থাকতে হবে জাতীয় শর্ত , আবার একাউন্ট এপ্রুভ করলেও একাউন্ট ভেরিফাই করা - এ জাতীয় সমস্যা ভালো মার্কেট প্লেস গুলোতে অহরহ ।আসলে এটা কোন সমস্যাই না , বরং এগুলো আপনার জন্য সিকিউর হবে , যে আপনার একাউন্ট ভেরিফাইড । আর ভেরিফাইড একাউন্ট হোল্ডারদের টাকার নিশ্চয়তা থাকে ভালো মার্কেট প্লেস গুলোতে । যেমন , ক্লিকব্যাঙ্ক , জেভি জু সহ অনেক টপ মার্কেট প্লেস এ আপনার একাউন্ট ভেরিফাইড করে নিয়ে কাজ করতে হবে । নতুবা টাকা পাবেন না , ভেরিফাইড না হউয়া পর্যন্ত । 
এখন আপনার এসব করার মত কিছুই নাই , না আছে ওয়েবসাইট আবার না আছে ভেরিফাই করার মত ডুকুমেন্টস । তাহলে কি করবেন , আপনি হতাশ হয়ে যাবেন । না আমি নিজেও অনেক দিন ওয়েট করেছি , অনেক টাকা পাইনি এসব কারনে । 
হ্যা, নতুনদের জন্য ভালো মার্কেট প্লেস আছে , যেখানে আপনি কোন রকম ভেরিফাই ,ওয়েবসাইট ছাড়া টাকা ইনকাম করতে পারবেন , আবার কাজের টাকাও পাবেন ১০০% । বিগত ৩ বছর কাজ করতেছি এই মার্কেট প্লেস এ , এখনো কোন ঝামেলাই পড়ি নাই । এই মার্কেট প্লেস এর নাম ক্লিক২সেল । আপনি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন । আশা করি, আপনি সফল হবে এবং কাজের টাকা সহজে পাবেন । এই মার্কেট প্লেস এ কাজ করতে মজা আছে , প্রায় সব ডিজিটাল প্রডাক্ট এর নিশ আপনি এখানে পাবেন । তাহলে আজ ই একাউন্ট খুলে শুরু করে দিন । 


একাউন্ট খুলতে এই লিঙ্কে যানঃ ক্লিক২সেল হোমপেজ
ক্লিক২সেল এর বাংলা ভিডিও টিউট  দেখতে পারেনঃ এখানে দেখুন
ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনঃ  হাউটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এই লিঙ্কে 
আজ এই পর্যন্তই , ফিরে আসব নতুন কোন টিউন নিয়ে  :-)

0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।