Tuesday, March 31, 2015

oDesk এর নতুন নিয়ম বুঝতে সমস্সা হলে এক নজরে দেখে নিন .

oDesk  job category select এর জন্য নতুন একটা format  করেছে যা কয়েকদিন আগে নোটিফিকেশন এ জানিয়েছিল লেখাটা একটু লম্বা এবং ইংলিশ হওয়াতে অনেকেই ধৈর্যধরে পড়তে ইচ্ছুক হইনি . অনেকেই দেখলাম facebook এ হেল্প চাচ্ছে তাই টিউন টা  করে দিলাম জানি না এটা নিয়ে আগে কেউ টিউন করেছে কিনা করলে ক্ষমা চেয়ে নিচ্ছি .
আমি ও আজ oDesk এ ঢুকতেই একটু ভয় পেয়েছিলাম যে আমার job   category গেল কই  ভয় না পেয়ে উপায় কি যেভাবে একটার পর একটা নিয়ম করেই যাচ্ছে তাতে এই সোনার হরিন টাকে তো যত্ন নিতেই হয় না হলে কখন আবার odesk মামু  ban করে দায় বলা  যায় না .

কাজের কথা বলি odesk ওপেন করতেই নিচের চিত্রের মত page টি আসবে
এখান থেকে নিচের চিত্রের অনুরূপ ১. Search bar  এ job category name লিখে ২.এ ক্লিক করুন
অতপর  নিচের অনুরূপ একটা ডিসপ্লে page আসবে ................
অতপর লাল চিন্নিত Add this search to your Feed এ ক্লিক করুন অতপর নিচের চিত্রের অনুরূপ page আসবে
এখান থেকে Add button এ ক্লিক করুন . নিচের চিত্রের অনুরূপ দেখাবে ......
 আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ .
 
 
 
 

0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।