Tuesday, March 31, 2015

‍‍SEO কাজের জন্য দারুন একটি Article Rewrite Tools-অনলাইনে

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন,আমি ও বেশ ভালই আছি ,সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।আজ আপনাদের সাথে SEO কাজের জন্য দারুন একটি Online Software নিয়ে কথা বলবো হয়তবা এর পূর্বে এখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে.SEO কাজে আর্টিকেল Spin খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ,আপনারা যারা article rewrite এর কাজ করেন তাদের কাছে কাজটি মেনুয়ালি করতে অনেক সমস্যা এবং পড়ালেখা ঝামেলা পোহাতে হয়, এবং সময় সাপেক্ষ ব্যাপারও বটে,আর তাই অনেকে আরটিকেল রিরাইট করার সফটওয়ার ব্যবহার করে থাকেন।
অথবা অনলাইনে কোন অন লাইন টুলস ব্যাবহার করেন ,অনেক সময়ে ফ্রী টুলস গুলো ঠিক মতন কাজ অ করে না ,আবার ২-৩ টা আর্টিকেল স্পিন করার পর পেমেন্ট করতে বলে।প্রতিনিয়ত SEO  কাজে আগ্রহীদের অনেক  বিষয়েই আর্টিকেল লিখতে হয় । যা সাধারণত নিজে নিজে লিখা খুবই কষ্টকর এবং অনেক সময়ের  ও ব্যাপার (তাছাড়াও ঐ বিষয়ে ব্যাপক জ্ঞান থাকা আবশ্যক)। একটি বিষয়ে একাধিক  আর্টিকেল লিখা সত্যিই অনেক কষ্টকর ,আমার জীবনে দেখা সেরা Article Spinner Software  হল SpinnerChief ,কিন্তু ব্যাপার হল এদের ফ্রী কিছু নাই ,এবং এই সফটওয়্যার টা  147 USD .যা আমদের মতন সাধারণ মানুষের পক্ষকে কেনা সম্ভব নয়ে।
তাই আজকে আপনাদের একটি সাইটের লিঙ্ক দিচ্ছি এই আর্টিকেল স্পিনের সাইট দিয়ে একসাথে Multiple Article Rewrite করা  যায়ে, যা SpinnerChief  এর  মতন ই ১০০% হিউম্যান রিডএবেল ।আশা করছি কিছুটা হলেও কাজে লাগবে।
কিভাবে Article Rewrite Tools ব্যবহার করবেন--- প্রথমে এই সাইটটিতে যান ,আপনার কপি করা আর্টিকেল  বক্স এ পেস্ট করে স্পিন এ ক্লিক করুন ।আর দেখুন আপানর আর্টিকেল টি স্পিন হয়ে গেছে।১০০% হিউম্যান রিডএবেি হবে আশা করি ,
ধন্যবাদ সবাইকে, আজ এপর্যন্তই থাক। সামনে দেখা হবে নতুন আরেকটি টিউন নিয়ে ইনশাআল্লাহ্‌। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম,সময়ে পেলে আমার এসইও ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

0 comments:

Post a Comment

Latest News

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক!!১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন। না নিলে চরম চরম চরম মিস করবেন।